সুদীপ দাস, ১৮ ফেব্রুয়ারি:- ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। তাই সুরাহার কথা ভেবে কমবয়সী দম্পতিকে নীচতলা ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। বিপদে-আপদে ভাড়াটিয়াদের সহযোগীতা মিলবে। এই ভাবনা ছিলো দম্পতির। কিন্তু ভাড়াটিয়া হিসাবে থাকা সেই রক্ষকই ভক্ষক হয়ে উঠলো। বৃদ্ধ দম্পতির ঘরে ডাকাত ঢুকিয়ে সর্বস্ব লুট করালো সেই ভাড়াটিয়া। গত ১৫ই জানুয়ারি রাতে ব্যান্ডেল বাঁশতলার কাছে বিক্রমনগরের দত্ত বাড়িতে হওয়া ডাকাতির ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে।
ওই ডাকাতির এক মাসের মাথায় মাস্টার মাইন্ড সহ মোট ৫জনকে গ্রেফতার করলো চুঁচুড়া থানার পুলিশ। ধৃতরা হলো বছর ৩৪এর অঙ্কন মিত্র(রানা), মৃণাল ঘোষ (পুচাই) ৩৬, দীপক দে (৪১), অভিজিৎ দাস (তুতন) ৩৫, এবং বিশ্বজিৎ শর্মা (কেলো বিশু) ৪২। এদের মধ্যে অঙ্কন দত্ত বাড়োর একতলায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো। পুলিশ জানতে পারে অঙ্কনই এই ডাকাতির মাষ্টার মাইন্ড। বাঁশবেড়িয়া ও মগরা অঞ্চল থেকে তাঁদেরকে গ্রেফতার করেছে চুঁচুড়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়।