হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- দাবিমতো টাকা পয়সা না দেওয়ায় হাওড়ার বেলুড়ে এক ওষুধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হামলার ঘটনায় প্রাক্তন এক কাউন্সিলর ঘনিষ্ঠ লোকজনেরা জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে টাকা-পয়সার দাবি করা হচ্ছিল।
তা না দেওয়ায় মারধর করা হয়। অন্যদিকে, এসবের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠরা কেউ যুক্ত ছিলেন না বলেও দাবি করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।








