হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা। হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকায় বুধবার রাতে শীতলা মায়ের পুজো এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলাকালীন লালু, কাকে সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এসে গালিগালাজ ও মহিলাদের ইভটিজিং করতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ তাদের বাধা দিলে এবং সেখানকার দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করলে মিলনী মোড়ের কাছে গিয়ে দুষ্কৃতীরা পরপর তিন রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পর এলাকার মানুষ ছত্রভঙ্গ হয়ে গেলে দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছেড়ে পালায়।
এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই এলাকায়। ঘটনার পর লিলুয়া থানার বিশাল পুলিশবাহিনী আসে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্থানীয় মানুষ ঘটনার প্রতিবাদে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, লালু, কাকে সহ এলাকার দুষ্কৃতীরা সেখান ঠেক বানিয়ে প্রতিদিন সমাজবিরোধী কার্যকলাপ চালায়। মদ, জুয়ার আসর বসে। এলাকার মানুষ বারবার প্রতিবাদ জানিয়েও ঘটনার কোনও সুরাহা হয়নি। ঘটনায় প্রকাশ, বুধবার রাতে দুষ্কৃতীরা এসে শীতলা মায়ের পুজো চলাকালীন সেখানে এসে গালিগালাজ করে মহিলাদের ইভটিজিং করে। এই নিয়েই ঘটনার সূত্রপাত হয়। এখনও এলাকার পরিবেশ থমথমে রয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।









