এই মুহূর্তে কলকাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার জন্য ১ মার্চ পর্যন্ত সময়সীমা ধার্য করল সরকার।

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল বুধবার থেকে খুললেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার জন্য ১ মার্চ পর্যন্ত সময়সীমা ধার্য করেছে। এই মর্মে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর পরিবর্তিত নির্দেশিকা জারি করেছে। সময়সীমার পাশাপাশি করোনা সুরক্ষাকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার বিস্তারিত নিয়মাবলিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রগুলি সাবান জল দিয়ে পরিষ্কার করার পর চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করতে হবে। কেন্দ্রগুলি প্রায় দু’বছর বন্ধ ছিল। তাই স্টোররুমে সাপ কিংবা বিষাক্ত পোকামাকড়ের বাসা থাকতে পারে। সেই জায়গাগুলি পরিষ্কার করতে হবে বিশেষ সতর্কতার সঙ্গে।

প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রবেশদ্বারে সাবান ও জলের ব্যবস্থা রাখতে হবে। সোম-শনিবার রোজ সকাল ১১টায় শিশু এবং অন্যান্য উপভোক্তাদের রান্না করা খাবার পরিবেশন করা হবে। প্রতিদিন কী মেনু হবে তা কয়েক দিনের মধ্যেই দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। নয়া নির্দেশিকা না-আসা পর্যন্ত পঠনপাঠন সেখানে বন্ধ‌ই থাকবে। এছাড়াও রয়েছে আরও একাধিক নির্দেশ। তবে কয়েকটি জেলায় দুর্যোগ এবং ঘূর্ণিঝড়ের কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। সব এখনও মেরামত করা যায়নি। তাই দপ্তর জানিয়েছে, এমন কেন্দ্রের বাচ্চাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। সেন্টার খোলার আগে সেই জায়গা চিহ্নিত করে দপ্তরকে জানাতে হবে। দপ্তর থেকে বলা হয়েছে, বাড়ি বাড়ি পরিদর্শন প্রক্রিয়া সুপারভাইজাররা জারি রাখবেন। শিশুদের জন্য পৌষ্টিক পাউডার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।