এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে স্কুলের গেটে অবস্থান বিক্ষোভ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের একটি স্কুলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কয়েকজন অভিভাবক। স্কুলে ভর্তি সংক্রান্ত সরকারি নির্দেশ না মানার অভিযোগ তুলেছেন এরা। পাশাপাশি ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড না দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে স্কুলের গেটের সামনে প্রতিবাদ অবস্থান শুরু করেন এরা।

কোভিড পরিস্থিতিতে আদালতের নির্দেশমতো স্কুল ফি এর ২০ শতাংশ মুকুব করার কথা থাকলেও তা মানেনি স্কুল কর্তৃপক্ষ এমনই অভিযোগ ওই অভিভাবকদের। অভিযোগ, জেলাশাসক ও স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিন অবিভাবকদের একাংশ সকাল থেকে প্ল্যাকার্ড হাতে স্কুলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ।