তরুণ মুখোপাধ্যায়, ৯ ফেব্রুয়ারি:- বুধবার আসন্ন পৌরভোটের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতর ছিল সরগরম। এদিন সকাল বেলা একেবারে দিনক্ষণ দেখে রিষড়ার পৌরসভার বিদায়ী প্রশাসক বিজয় সাগর মিস্র তার মনোনয়নপত্র জমা দিলেন। তৃণমূল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল দশটার মধ্যে বিজয় বাবু হাজির হন শ্রীরামপুর কোর্টে। তার সঙ্গে এই পুরসভার সুখ সাগর মিত্র, মনোজ সাউ, ঊষা দেবী সাউ, রঞ্জিত যাদব তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয় দাখিল করেন। মনোনয়নপত্র জমার পর বিজয় সাগর মিস্র বলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং পুর এলাকার জনগণের ভালোবাসায় পাথেয় করে এবারের পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের আশা মানুষ আমাদের পাশে দাঁড়াবেন।
কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সমস্ত জনকল্যাণমূলক কাজ গুলি আমাদের এলাকায় রূপায়িত হয়েছে। এর সঙ্গে সঙ্গে পুরসভার যে পরিষেবা সেটা আমরা বিগত বছরগুলোতে ৯৫ শতাংশ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। বিদ্যুৎ থেকে রাস্তা, জল, স্বাস্থ্য আলোর মতো পুর পরিষেবাগুলি মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছেছে। গত পাঁচ বছরে আমরা এখানকার সমস্ত অলিগলি কংক্রিটের রাস্তায় পরিণত করেছি। এলাকায় কোনো কাঁচা রাস্তা নেই। এর সঙ্গে সঙ্গে বিদ্যুতায়নের ক্ষেত্রেও একশো শতাংশ কাজ আমরা করেছি। আজ সারা শহর আলোয় ঝলমল করছে। পুরো রিষড়া অঞ্চল সিসিটিভি ক্যামেরা মুড়ে দেয়া হয়েছে। ফলে এই শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য প্রায় নেই বললেই চলে। এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের পুরসভা যথেষ্ট ভালো কাজ করেছে। করোনা অতিমারীর সময় টিকাকরণে ক্ষেত্রে জেলার সমস্ত পুরসভার থেকে রিষড়া পৌরসভা এগিয়ে রয়েছে।
এছাড়াও পৌর এলাকার বাঙ্গুর পার্ক এলাকায় বাম আমলে বন্ধ থাকা একটি মাতৃ সদন সেটিকেও আমূল পরিবর্তন করে ঝাঁ-চকচকে অত্যাধুনিক হাসপাতাল এ পরিণত করেছি। মানুষ স্বাস্থ্যপরিসেবা পেতে আরম্ভ করেছে এবং আমাদের রিষড়া শহরে স্বাস্থ ক্ষেত্রে একটা গর্বের প্রতিষ্ঠান ছিল রিষড়া সেবা সদন কিন্তু বাম আমলে এটা ক্ষয়িষ্ণু হয়ে পড়ে। আমরা আগামী দু-তিন মাসের মধ্যে এখান থেকে পুনরায় মানুষের স্বাস্থ্য পরিষেবা দেবার কাজে শুরু করব। সব মিলিয়ে বিগত বছরগুলোতে মানুষকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় পরিষেবা দিতে পেরেছে এবং আমাদের আশা এবারের নির্বাচনেও রিষড়ায় গণদেবতা আমাদের পাশে দাঁড়াবেন এবং তৃণমূল পরিচালিত পৌরবোর্ড গঠিত হবে।