তরুণ মুখোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চেপে বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবীর ঘোষ তার মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। এদিন তিনি শেওড়াফুলির মা নিস্তারিণীর মন্দিরে পুজো দিয়ে সকাল-সকাল মনোনয়নপত্র জমা দিতে হাজির হন শ্রীরামপুর কোর্টে। যেহেতু নির্বাচন বিধি অনুযায়ী পাঁচ জনের বেশি মানুষকে নিয়ে মনোনয়ন যাওয়া যাবে না সেই কারণে শ্রীরামপুর কোর্টের প্রায় দেড় মাইল দূরে তিনি জিপ থেকে নেমে পায়ে হেঁটে মহকুমা শাসকের দপ্তরে আসেন। বেলা বারোটা নাগাদ তার মনোনয়নপত্র জমা দেন আধিকারিকের। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি মিলিত হন সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুবীর বাবু জানান
জেতার ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত। আমার এখন লক্ষ্য হবে গতবারের দু হাজার ভোটে জিতে ছিলাম সেই ব্যবধানটা কতটা বাড়ানো যায়। এর সঙ্গে সঙ্গে সুবীর বাবু বলেন আমার ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৯৫ শতাংশ উন্নয়নের কাজ শেষ হয়েছে এখন যেটুকু বাকি আছে সেই বিষয়টিকে এবার আমি নজর দেব। তার সঙ্গে সঙ্গে তিনি জানান আমার এলাকার খেলাধুলা এবং শরীর চর্চার বিষয়টা বিষয়টা আমি বিশেষ নজর দেবো। বাংলার প্রাচীন খেলা কাবাডি যাতে আবার আমার এলাকায় জনপ্রিয় করা যায় তার জন্য আমি আমার এলাকার যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। সব মিলিয়ে এবারের ভোটে ১০ নম্বর ওয়ার্ড এর গণ দেবতার আশীর্বাদ আমি যে পাব সে ব্যাপারে আমি নিশ্চিত।