আরামবাগ, ৩ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরসভার পৌর ভোটের দামামা বেজে গেলো।সর্বদলীয় বৈঠকের মাধ্যমে পৌর ভোটের কাউন ডাউন শুরু। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের দিশা হলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তৃনমুল, সিপিএম, বিজেপি,ফরওয়ার্ড ব্লক, সিপিআই থাকলেও কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকেনি। প্রশাসনের তরফ থেকে আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী ও ম্যাজিস্টেট থেকে শুরু করে আরামবাগ থানার আইসি বরুন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গিয়েছে, এদিন মুলত পৌরভোটের মনোনয়ন ও নির্বাচন সংক্রান্ত নিয়ম কানন ও ভোট পরিচালনার বিষয়ে আইনত সমস্ত দিক নিয়ে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট পরিচালনার বার্তা দেওয়া হয়। এই বিষয়ে আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোভিড প্রোটোকল মেনে ভোট প্রচার করার জন্য যে গাইড লাইন আছে তা প্রত্যেকটি রাজনৈতিক দলকে জানানো হয়েছে। এদিন থেকে মনোনয়ন পত্র জমা দিতে পারবে। ৯ ই ফেব্রুয়ারি পযন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। রাজ্য পুলিশ দিয়ে পৌরভোট পরিচালিত হবে। সবমিলিয়ে এদিন কংগ্রেস ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই আরামবাগ পৌরভোট নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠক যোগ দেয়।