এই মুহূর্তে জেলা

হাওড়ায় আজও অব্যাহত SFI এর বিক্ষোভ।

হাওড়া, ৩১ জানুয়ারি:- পড়ুয়াদের দাবি মেনে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে রাজ্যের স্কুল-কলেজ৷ নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে, এই ঘোষণার আগে এদিনও স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে হাওড়ায়। স্কুল ও কলেজ খোলার দাবিতে সোমবার এসএফআই এর বিক্ষোভ ও পথ অবরোধ হয়েছে হাওড়ায়। সোমবার এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা।

এছাড়াও হাওড়ার বালিতে লালবাবা কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি হয় এদিন। কোভিড বিধি মেনে স্কুল কলেজ খোলা, স্কুলে ২৪০ টাকার বেশি ফি না নেওয়া এবং স্কুলছুটদের স্কুলে ফেরানোর দাবিতে এই বিক্ষোভ হয়। উল্লেখ্য, পড়ুয়াদের দাবি মেনে ৩ ফেব্রুয়ারী থেকে রাজ্যে স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করা হলেও জানা গেছে এখনই সব শ্রেণির ক্লাস চালু হচ্ছে না৷ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হবে স্কুল৷ পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ক্লাস হবে পাড়ার শিক্ষালয়ে৷