হাওড়া, ২৮ জানুয়ারি:- বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা, তথা ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’, ‘হাঁদা ভোঁদা’র অমর শিল্পী প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের স্মরণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে হাওড়া নবান্ন সংলগ্ন সেঁজুতি ভবনে। শুক্রবার সকালে ওই প্রদর্শনীর সূচনা হয়। এর শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অরুণ রায়চৌধুরী, জাতীয় শিক্ষিকা ডঃ শুভ্রা চক্রবর্ত্তী সহ আয়োজক সংস্থার তরফে সুবীর পাল, মলয় রায় প্রমুখ।
এই প্রদর্শনী চলবে শুক্র, শনি ও রবিবার এই তিন দিন। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রায় শ’খানেক ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রথম দিন থেকেই প্রদর্শনীতে দর্শকদের সাড়া পাওয়া গেছে। বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি এবং মিশন ওয়ান ওয়ার্ল্ড এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনী চলছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলাতেই নারায়ণ দেবনাথের সৃষ্টি নিয়ে এরা প্রদর্শনীর আয়োজন করতে চান বলে জানা গেছে।