সুদীপ দাস, ২৭ জানুয়ারি:- হুগলীর পোলবা থানার সুদর্শন দিঘীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি। উদ্ধার মোট ৩জন। তাঁদের মধ্যে একজন নিহত।ঘটনায় আশীষ দাস নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতের নাম শুভময় চক্রবর্তী (৩০)। বাড়ি হুগলীর দেবানন্দপুরে। ঘটনায় কমল পাল এবং সমীর পালকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে।
নিহত শুভময় ছাড়া বাকিদের বাড়ি দেবানন্দপুর সংলগ্ন কাজিডাঙ্গা এলাকায়। সকলেরই বয়স ২৮ থেকে ৩০এর মধ্যে। বৃহস্পতিবার এই চারজন পোলবার সুদর্শন দিঘীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। একটি নৌকাতে বসে তাঁরা মাছ ধরছিলো। বিকেলের দিকে কোনভাবে নৌকাটি উল্টে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে জলে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে।