হুগলি, ২৫ জানুয়ারি:- ভোটের আগে রাজনৈতিক দলের পোষ্টার ব্যানার ছিড়ে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে। ১২ ফেব্রুয়ারী চন্দননগর পৌরনিগমের ভোট। এই কারনে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে। চারিদিকে সব দল গুলির প্রচারের ব্যানার দেওয়াল লিখন ছড়িয়ে পড়েছে। গোন্দলপাড়ায় ২৫ নং ওয়ার্ডে বিজেপির পোষ্টার ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমুলের বিরুদ্ধে। বিজেপি ফরওয়ার্ড ব্লক এই সব বিরোধী দলের ব্যানার দেখা গেল নর্দমায় পড়ে রয়েছে জঙ্গলে পড়ে রয়েছে টালির চালে পড়ে রয়েছে।
রাতে এই ঘটনা ঘটেছে বলে বিজেপি নেতা অশোক চৌধুরী জানিয়েছেন। অশোক বলেন পাবলিক জানায় পুলিশের সামনে এই কাজ করেছে শাসক দল। তৃনমুল যখন এত কাজ করেছে তখন এইসব করার কি দরকার? অন্যদিকে বিজেপির এই অভিযোগ নস্যাত করে তৃনমুল নেতা চন্দন বর্মন জানান আমাদেরও পোষ্টার ব্যানার ছিড়ে দেওয়া হয়েছে। তৃনমুল এই ধরনের কাজ করে না।এটা বিজেপির কারসাজি। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো চন্দননগর।