এই মুহূর্তে জেলা

হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রীর, পরিবারের দাবী ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয় ছাত্রী।

সুদীপ দাস, ২৪ জানুয়ারি:- চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী ছিলো চুঁচুড়া দত্ত গোলির বাসিন্দা অনুষ্কা দে (১৮)। গত ৯ জানুয়ারী স্কুলে ভ্যাকসিন নেয় সে। তারপর জর আসে তার। প্যারাসিটামল খায়। দুদিন জর আসেনি আর। হাতে ব্যাথা হওয়ায় বরফ দেয় বাবা সুব্রত দে। শরীর খুব দূর্বল হয়ে যায় মাথা ব্যাথা শুরু হয়। গতকাল সন্ধায় শরীর নেতিয়ে পরে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ ভোর সোয়া তিনটে নাগাদ তার মৃত্যু হয়। পরিবার মনে করছে ভ্যাকসিন নেওয়াতেই অসুস্থ হয়ে পরে অনুষ্কা।

ছাত্রীর বাবার দাবী মেয়ের অন্য কোনো অসুস্থতা ছিল না। ভ্যাকসিন নেবার পরই অসুস্থ হয়। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভুঁইয়া বলেন, একটি ভায়াল থেকে দশজন ভ্যাকসিন নিতে পারে। ওইদিন স্কুলে বাকি যারা ভ্যাকসিন নিয়েছিল তারা সবাই সুস্থ আছে। বহু ছাত্র ছাত্রীর ভ্যাক্সিন হচ্ছে এমন ঘটনা ঘটেনি। রক্তে ইনফেকশান হওয়ায় মৃত্যু হয়েছে ছাত্রীর। ভ্যাকসিন নিয়ে মৃত্যু হয়েছে এটা ঠিক নয়। ভ্যাকসিনে ভীতি থাকায় ছাত্রীর বাবা মা দাদা মানে গোটা পরিবারই ভ্যাকসিন নেননি।মেয়ের মৃত্যুতে সেই ভ্যাকসিনকেই দায়ী করা হলেও স্বাস্থ্য দপ্তরে কোনো অভিযোগ জানাতে চায়নি ছাত্রীর পরিবার।