এই মুহূর্তে কলকাতা

গ্যাসের পাইপ লাইন বসাতে গিয়ে জমি সমস্যায় আটকে গেল প্রকল্প।

কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যে গ্যাস পাইপলাইন বসাতে গিয়ে জমি সমস্যায় আটকে গেল গেইলের এই প্রকল্প। জমি সমস্যা মেটাতে মুখ্য সচিব এইচকে দ্বিবেদী জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। যে যে জেলায় এ প্রকল্পের কাজ হচ্ছে সেই জেলার জেলাশাসকের তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে এই সমস্যা মিটিয়ে ফেলতে। বৈঠকে গেইল কতৃপক্ষের কাছে মুখ্য সচিব আবেদন রেখেছেন যেখানে জমি পাওয়া গেছে সেখানে যেন দ্রুত তারা পাইপলাইনের কাজ শেষ করে ফেলেন।

প্রসঙ্গত জ্বালানি হিসেবে রাজ্যে প্রাকৃতিক গ্যাস যোগাতে পাইপ লাইন বসানো কাজ করছে এই সংস্থা। গতবছর উত্তর প্রদেশ থেকে একটি পাইপ লাইন দুর্গাপুরে এসে পৌঁছেছে। এরপর সেটি হুগলি, নদীয়া, উত্তর ২৪পরগনা হয়ে হলদিয়া পৌঁছবে। সময়ে এই কাজ যাতে শেষ হয় তার জন্যই দ্রুত জমি সমস্যা মেটাতে চায় রাজ্য সরকার।