আরামবাগ,১৮ জানুয়ারি:- পাবলিক টয়লেটের ভিতর থেকে উদ্ধার হল এক পাঁচ বছরের শিশুর মৃতদেহ।। ঘটনার জেরে তীব্র উত্তেজনা আরামবাগের কালীপুর ১২নম্বর ওয়ার্ডে। জানা গেছে, মৃত ওই শিশুর নাম সেখ ফায়য়াজ আলি। মৃত ওই শিশুর পরিবারের দাবী, খুন করা হয়েছে ছোট্টো ফায়য়াজকে। জানা গেছে, এদিন সকালেও বাড়ি সংলগ্ন এলাকাতেই খেলাধুলা করছিল সে। হঠাৎ করেই বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত পাবলিক টয়লেটের ভিতর তার মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন।
জলজ্যান্ত একটা শিশু কিভাবে প্রকাশ্য দিবালোকে মারা গেল তা নিয়ে রহস্যক্রমে ঘনীভূত হতে শুরু করেছে। মৃত ওই শিশুর বাবা সেখ মহব্বত আলির দাবী, খুন করা হয়েছে তাদের শিশুসন্তানকে।। যদিও কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। জানা গেছে, সেখ মহব্বত আলি স্থানীয় তৃনমুল নেতা হিসাবে পরিচিত।। তৃনমুল নেতা হওয়ার জন্য আক্রোশবশত কেউ এধরনের কাজ করল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃত ওই শিশুকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।