হুগলি, ১৭ জানুয়ারি:- আর নয় কল্যাণ অকল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার কর,দাদা তুমি বিচার কর। এরকমই পোস্টারে ছেয়ে গেলো রিষড়া। আজ সকালে রিষড়ার ওয়েলিংটন জুটমিল, আর নয় কল্যাণ অকল্যাণের মুক্তি চাই, মৈত্রীপথ এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যে যে বিতর্ক তৈরী হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই পোস্টার বলে মনে করা হচ্ছে। যদিও পোস্টার কে বা কারা মেরেছে তার উল্লেখ নেই। কল্যাণের অভিষেক মন্তব্যের পর হুগলি তৃনমূলের অনেককেই দেখা গেছে সোসাল মিডিয়ায় মন্তব্য করতে। অভিষেকের সেদিনের মন্তব্য কে সমর্থন করে পোস্ট করেন অনেক নেতা।
আবার কল্যাণের সমর্থনে তার অনুগামীরা যেমন লেখে কল্যাণদাকেই চাই। শ্রীরামপুরে কল্যাণ অকল্যাণ এমন লেখাও দেখা যায়। রিষড়ার বাসিন্দা আরামবাগের তৃনমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করার কথাও বলেন। রিষড়ায় তার বাড়ির এলাকাতেও পোস্টার পরে। তৃনমূলের শৃংখলা রক্ষা কমিটির অন্যতম পার্থ চট্টোপাধ্যায় বলার পর যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে আর একটি কথাও বলেননি। রিষড়া শ্রীরামপুর কোন্নগরে গত দুদিনে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও আর বিতর্ক বাড়ে এমন কোনো বিতর্কিত মন্তব্য করেননি। কিন্তু হুগলি জেলায় তার বিরুদ্ধ গোষ্ঠী এই ঘটনায় সক্রিয় হয়েছে তা এই পোস্টার থেকেই স্পস্ট।