এই মুহূর্তে জেলা

ডেঙ্গি থেকে বাঁচতে মশারির ভেতরে ঢুকে ভোট প্রচার বিজেপির।

সুদীপ দাস, ১৩ জানুয়ারি:- ডেঙ্গি থেকে বাঁচতে মশারির ভিতরে ভোট প্রচার বিজেপি বিধায়কের। বৃহস্পতিবার চন্দননগর পুরনিগমের ১নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোপাল চৌবের সমর্থনে এই মিছিল বের হয়। মশারির ভিতরে ছিলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এবং প্রার্থী গোপাল চৌবে। মশারি নিয়ে হাঁটতে হাঁটতেই অভিনব এই প্রচার চলে। ডেঙ্গি থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিন এই স্লোগান তোলে বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ। যদিও এদিন কিন্তু ভিড় না করার বিষয়ে যথেষ্ট সচেতন ছিল বিজেপি।

দিন কয়েক আগে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ চন্দননগরে প্রচারে এসে গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত জমায়েতের অভিযোগ ছিলো। এদিন তাই বিমানবাবুর প্রচারে পুলিশও সতর্ক ছিলো। কিন্তু বিধি ভাঙ্গার সুযোগ দেয়নি বিজেপি। বৃহস্পতিবার ৪নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারের পর ১নম্বর ওয়ার্ডে মশারি নিয়ে অভিনব প্রচার করেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। বিমানবাবু বলেন করোনার জন্য ডেঙ্গিকে ভুলে গেলে চলবে না। সারা রাজ্যে মশার উৎপাত বাড়ছে। মশা নিধনে পুরসভাগুলির কোন উদ্যোগ নেই। আমরা তাই সাধারন মানুষকে সচেতন করছি।