এই মুহূর্তে জেলা

বন্ধ হয়ে গেল চাঁপদানির নর্থব্রুক জুটমিল।

হুগলি, ১১ জানুয়ারি:- ফের বন্ধ হয়ে গেল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুট মিল, ফলে কর্মচ্যুত হলো প্রায় চার হাজার শ্রমিক। আজ সকালে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ কারখানার মালিক বছরে তিন থেকে চারবার বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে কারখানা বন্ধ রাখে। ফলে এখানে কর্মরত শ্রমিকরা এবং তাদের পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

শ্রমিকদের বক্তব্য বারবার এই ঘটনা ঘটলেও কোনরকম হেলদোল নেই মালিক পক্ষের। তারা সময়মতো মাইনে, গ্রাচুইটি পায়না। পিএফ এর টাকা জমা পড়ে না। তাদের মাননীয় শ্রম মন্ত্রি বেচারাম মান্নার কাছে অনুরোধ আপনারা এই বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন এবং এখানে যে শ্রমিকরা আছে এবং এই শ্রমিক পরিবারের কয়েক হাজার মানুষ, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কারখানাটা খোলার বন্দোবস্ত করুন, এবং যাতে সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে এই মিল টিতে কাজ হয় তার ব্যবস্থা করুন। যদিও কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।