কলকাতা, ১০ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি এই বুস্টার ডোজ পাবেন।প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
এই মুহুর্তে রাজ্যের হাতে কোভ্যাকসিন, কোভিশিল্ড মিলিয়ে প্রায় দেড় কোটি ভ্যাকসিন রয়েছে।কলকাতার সমস্ত টিকা কেন্দ্রেও আজ বুস্টার টিকা দেওয়া হচ্ছে। আগে যিনি যে ভ্যাকসিনের ডোজ পেয়েছেন এবারও তাঁকে সেই টিকাই দেওয়া হবে। মূলত টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ পাওয়ার জন্য আগের নথিভুক্তির ভিত্তিতে প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে।