হাওড়া, ৬ জানুয়ারি:- করোনার সংক্রমণ বাড়তে থাকায়, আপাতত আগামী সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, হাওড়া পুরনিগম, জেলাশাসক এবং পুলিশ কমিশনারের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা হয়েছে। এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহে হাট বন্ধ রাখা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে যেরকম সংক্রমনের সংখ্যা হবে সেই অনুযায়ী পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মঙ্গলাহাটকে কেন্দ্র করে অনেকেরই রুজি-রোজগারের ব্যাপার থাকে। সেটিও মাথায় রাখা হয়েছে। এই এলাকায় বহু অফিস, হাসপাতাল রয়েছে। যদি কোভিড ছড়িয়ে পড়ে তাহলে অনেক মানুষের সমস্যা হতে পারে। মঙ্গলাহাটের অবস্থানও এমনই।
এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হবে। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তীকালে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে হাট খোলা হবে কিনা। হাট খোলা থাকলে মানুষ সেখানে আসবেনই। হাট যেখানে হচ্ছে তার অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। যেখানে মঙ্গলাহাট হচ্ছে তার পাশেই হাসপাতাল। এখানে প্রচুর মানুষ আসেন চিকিৎসার জন্য। এক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে তাহলে প্রচুর রোগী যাঁরা অন্য চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইজন্য মানুষের সুরক্ষার স্বার্থে এমন পদক্ষেপ নিতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হবে। সেই কারণেই হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে না। শুধুমাত্র এক সপ্তাহের জন্য আপাতত হাট বন্ধ রাখা হচ্ছে।