এই মুহূর্তে কলকাতা

পুর এলাকার জমি , বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনে।

কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যের যে কোনও পুর এলাকার জমি বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনে।এজন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি নতুন পোর্টাল তৈরি করছে। ‘কমন এনকামব্রেন্স অ্যান্ড ডিউজ পোর্টাল’ নামের এই পোর্টালে জমির হোল্ডিং নম্বর দিয়ে বর্তমান মালিকানা, বকেয়া কর, মামলা মোকদ্দমা সহ যাবতীয় তথ্য মিলবে বলে দফতর সুত্রে জানা গিয়েছে। জমি বা সম্পত্তি আগে কতবার হাতবদল হয়েছে তাও জানা যাবে এই পোর্টালের মাধ্যমে।আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে ২০টি পুরসভার তথ্য দিয়ে এটি চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে রাজ্যের বাকি জেলা শহর ও শহরতলি এলাকাকেও এই পোর্টালের পরিষেবার আওতায় আনা হবে।

পুর কর্তাদের দাবি, এই পোর্টাল চালু হলে বিভিন্ন শিল্পে বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারন মানুষও বিপুল ভাবে উপকৃত হবেন। জমি বা বাড়ি কেনার আগে তাঁরা তার ইতিহাস – ভূগোল সহজেই জেনে নিতে পারবেন।ফলে সম্পত্তির তথ্য জোগাড় করতে অযথা হয়রানি কমবে। কেননা চলতি নিয়মে কোনও জমি বা বাড়ি কেনার আগে তার তথ্য জানতে উকিল বা সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারস্থ হতে হয়। অনেক ক্ষেত্রে ক্রেতাদের ভুল তথ্য দেওয়ার অভিযোগও ওঠে। ফলে কোনও জমি বা বাড়ি কেনার পর নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পোর্টাল চালু হয়ে গেলে আর কোনও উকিল বা দালালের দ্বারস্থ হতে হবে না। বরং ক্রেতা নিজেই খুঁজে নিতে পারবেন নির্দিষ্ট জমি বা বাড়ির সঠিক তথ্য।