আরামবাগ, ৬ জানুয়ারি:- রাজ্যের বুকে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ! পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার একাধিক বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেই বিধিনিষেধে বন্ধের কথা বলা হয়েছে সেলুন ও বিউটি পার্লার। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে বৃহস্পতিবার সেলুন ও বিউটি পার্লার খোলার দাবিতে আরামবাগ এসডিপিও অফিসে সেলুন ও পার্লার কর্মীদের ডেপুটেশন।
তাদের দাবি বিগত দু’বছরের মধ্যে সেলুন খোলা ছিল মাত্র কয়েক মাস। স্বভাবতই বন্ধ হয়েছে তাদের রুজি রোজগার। এখন পরিবারের কথা ভেবে তারা উদাসীন। তাই অবিলম্বে সেলুন ও পার্লার খোলা রাখা দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি। ডেপুটেশনে কোন কাজ না হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের কোথাও বলেন।