কলকাতা , ৫ জানুয়ারি:- রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হল। ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন। খসড়া ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৬২। চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে হয়েছে ৯৬৬। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশন-নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
Related Articles
চুঁচুড়ার মল্লিকঘাটে গঙ্গায় ধস , উদাসীন প্রশাসন।
সুদীপ দাস ,৫ আগস্ট:- চুঁচুড়া ১২ নম্বর ওয়ার্ডের মল্লিক ঘাটের পাশে ভয়ানক ধস, সারাদিন প্রবল বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে নেমে গেল ১২ নম্বর ওয়ার্ডের মল্লিক ঘাটের পাশের গঙ্গার দিকের একাংশ। ধসের পাশেই সিং পরিবারের বসবাস। যেকোনো মুহূর্তে আরো বড়োসড়ো ধস নেমে যেতে পারে সেই ভয়ে শিব শঙ্কর সিং তার বউ মেয়েকে নিয়ে বাড়ির বাইরে রাস্তার ধারে […]
এসএসসি তাদের বিরুদ্ধে আদালতে ওঠা অভিযোগ খারিজ করলো।
কলকাতা, ২৫ এপ্রিল:- স্কুল সার্ভিস কমিশন তাদের বিরুদ্ধে আদালতে ওঠা অসহযোগিতার অভিযোগ খারিজ করে দিয়েছে। এসএসসি আদালতকে যাবতীয় তথ্য সময়ে সময়ে জমা করেছে বলে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। তিনি দাবি করেন, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর নবম ও দশম মিলিয়ে ৭৭৫ জনের অনুমোদন প্রত্যাহার করার কথা হলফনামা দিয়ে আদালতকে জানিয়ে দেওয়া হয়। বাকি ৩৩ জনের […]
আগে বালতি উল্টে দেখাক, সরকার ফেলা প্রসঙ্গে গেরুয়া নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুলাই:- আগামী ৫ মাসে মধ্যে রাজ্যে সরকার পরে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের একাধিক বিজেপি নেতা। এবার এই নিয়ে বিজেপিকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী গেরুয়া নেতাদের পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’ বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী […]