এই মুহূর্তে কলকাতা

ক্রমশ কঠিন হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।

কলকাতা, ৪ জানুয়ারি:- ক্রমশ কঠিন হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। এমত অবস্থায় রাজ্যের গ্রামীণ এলাকায় কোভিডে সংক্রমিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। অসহায় এই সব মানুষের সহায়তা করতে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যারা সংক্রমিত হচ্ছেন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এরকম বহু মানুষ রয়েছেন যারা পরিবারের একমাত্র রোজগেরে। আর দিনমজুরি করেই সংসার চলে।

সেই ধরণের মানুষদের চিহ্নিত করে দ্রুত তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। যাতে তাঁরা কাজের নামে বাড়ি থেকে বের না হন তাই আগাম সতর্কতা। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা দারিদ্রসীমার নীচে থাকা মানুষজনদের খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাতে যেমন থাকবে চাল-ডাল-তেল আবার থাকবে মুড়ি ও বিস্কুটের মতো খাবার। ঠিক হয়েছে আক্রান্তের খোঁজ নেওয়া ও খাবারের ব্যবস্থা জেলাশাসকের দফতর করলেও তালিকা অনুযায়ী খাবারের প্যাকেট পৌঁছে দেবে পুলিশ। তবে সূত্রের খবর, প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকবে, ‘সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশ’।