এই মুহূর্তে কলকাতা

আসন্ন পুরভোট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কমিশনের , আগামীকাল বৈঠক ডাকলো কমিশন।

কলকাতা, ৪ জানুয়ারি:- রাজ্যের করোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর আকার নিচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আসন্ন পুরভোট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্য নির্বাচন কমিশনের। এমত অবস্থায় এবার পুরভোট নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এই বৈঠক ডাকা হয়েছে। কমিশন সূত্রে খবর বুধবার দুপুর ২ টো থেকে দু’দফায় ওই বৈঠক হবে। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরহিত্য প্রথম দফার বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি।

বিকেলে পরবর্তী বৈঠকে থাকবেন পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষকেরা। এই ভোটে পাঁচজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। আসানসোল পুরনিগমের দু’জন বিশেষ পর্যবেক্ষক, চন্দননগর পুরনিগমের একজন, শিলিগুড়ির একজন এবং বিধাননগরের একজন। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে ২২ জানুয়ারি ভোট হবে। ২৫ জানুয়ারি ভোটের গণনা। পুনর্নির্বাচনের দাবি থাকলে তা ২৪ জানুয়ারি হবে। শিলিগুড়িতে মোট ৪৭টি ওয়ার্ড। পোলিং স্টেশন ৪২১টি। ভোটার ৪,০২,৮৯৫। চন্দননগর পুরনিগমে মোট ৩৩টি ওয়ার্ড। ১৬৯টি পোলিং স্টেশন। ভোটার সংখ্যা ১,৪৪,৮৩৯। বিধাননগরে ৪১টি ওয়ার্ডে ভোট হবে। ৪৬৮টি পোলিং স্টেশন। ভোটার ৪,৪৬,৬৪০। আসানসোল পুরনিগমে ১০৬টি ওয়ার্ড। পোলিং স্টেশন ১০২০। ভোটার সংখ্যা ৯,৪২,০৮৮।