আরামবাগ, ৩ জানুয়ারি:- আরামবাগ মহকুমার ঐতিহ্যপুর্ন দুটি মেলা হলো রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা। এই দুটি মেলাই করোনা ভাইরাসে প্রকোপ বাড়ায় আপাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, করোনার জন্য আপাতত মেলা বন্ধ থাকছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কালে মেলার আয়োজন করা হবে।এদিন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্য সরকার করোনা নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য বিধি চালু করেছে। তাই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে রামমোহন মেলা বন্ধ রাখা হচ্ছে। অপরদিকে আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী আরামবাগ গ্রন্থ মেলার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে একই ভাবে জানিয়ে দেন, আরামবাগ গ্রন্থ মেলা আপাতত বন্ধ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মেলা করার বিষয়ে ভাবা হবে।