এই মুহূর্তে জেলা

আজ থেকে কড়া বিধিনিষেধ রাজ্যে। এখনও সচেতন নন সাধারণ মানুষ।

হাওড়া, ২ জানুয়ারি:- সারা দেশেই করোনার বাড়বাড়ন্ত। এর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে ওমিক্রন। এই পরিস্থিতিতে আজ ৩ জানুয়ারি থেকে সারা রাজ্যে কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার। স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ৫০ শতাংশ হাজিরা নিয়ে সরকারি-বেসরকারি অফিসে কাজ করার কথা বলা হয়েছে। এবং লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে। কিন্তু সোমবার সপ্তাহের প্রথম দিনেই করোনা বিধিনিষেধ উড়িয়ে মানুষের সেই কর্মব্যস্ততা চোখে পড়েছে হাওড়ায়।

হাওড়া স্টেশন থেকে শুরু করে হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া ময়দান, হাওড়ার বিভিন্ন বাজারে দেখা গেছে মানুষের ভিড়ের ছবি। বাস এবং লোকাল ট্রেনে মানুষের সেই চেনা ভিড়ে ছবি দেখা পড়েছে। যদিও সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে কোভিড বিধিনিষেধ মেনে চলতে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতার অভাব চোখে পড়েছে। বাসগুলিতেও ছিল যাত্রীদের ভিড়। ট্রেনেও ছিল একই ছবি। এবং বাজারেও দেখা গেছে অনেকেই মাস্ক না পরেই বাজার করতে।