এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা হাওড়ায়।

হাওড়া, ২ জানুয়ারি:- সাঁতরাগাছি ব্রিজে রাতের দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। আহত হয়েছেন কমপক্ষে ৯ যাত্রী। রাতের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনা সাঁতরাগাছির সুন্দরপাড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে একটি সরকারি বাস। আহত অনেক যাত্রী। গুরুতর অবস্থায় ৯ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জেলা হাসপাতালে।

দীঘা-গড়িয়া রুটের এসবিএসটিসি’র একটি বাস রবিবার সকাল প্রায় সোয়া ৯টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়ক কোনা এক্সপ্রেসওয়ের সুন্দরপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় বাসের যাত্রীরা আহত হন। তাঁদের মধ্যে ৯ জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনাগ্রস্থ বাসের এক যাত্রী জানান, কাঁথি ছাড়ার পরেই তিনি বাসের চালককে ঘুম কাটানোর জন্যে চা খাওয়ার কথা বলেন। এদিকে, পুলিশ চালক সমেত সরকারি বাসটিকে আটক করেছে।