এই মুহূর্তে কলকাতা

প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আগামী ৩ জানুয়ারি থেকে অনলাইনে শুরু পঠন-পাঠন।

কলকাতা, ২৯ ডিসেম্বর:- রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আপাতত সশরীরে ক্লাস শুরু হচ্ছে না। আগামী ৩ জানুয়ারি থেকে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য তাদের অনলাইনেই পঠন-পাঠন চলবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওই দিনের মধ্যে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী এবং নতুন বই দিয়ে দিতে হবে বলে শিক্ষা দফতরের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ১ এবং ২ জানুয়ারি ছুটির দিনেও বই এবং মিড ডে মিলের সামগ্রী বিতরণ এর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ফের একবার করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে নতুন করে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখা উচিত কিনা সে বিষয়টি নতুন করে পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত আগামী ৩ জানুয়ারি থেকে সারা দেশের পাশাপাশি এ রাজ্য ১৫ থেকে ১৮ বছর বয়স্ক দের কোভিদ টিকাকরণ শুরু হচ্ছে।