এই মুহূর্তে জেলা

শ্রমিক অসন্তোষে ফের বন্ধ হয়ে গেল শ্যামনগর নর্থ জুট মিল।

হুগলি, ২৮ ডিসেম্বর:- আবার শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। কাজ হারালো প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। স্পিনিং ডিপার্টমেন্টে ঝামেলা চলছিল। কোম্পানি ১১২ ফ্রেম নতুন মেশিন আনার পর শ্রমিক সংখ্যা কমিয়ে দেওয়ায় শ্রমিক ম্যানেজমেন্ট এর সংগে বাদানুবাদ চলতে থাকে। এই মেশিন চালাতে দুজন শ্রমিকের প্রয়োজন। কিন্তু ম্যানেজমেন্ট বলছে একজন শ্রমিক চালাবে। হাইস্পিড মেশিন একজন চালানো সম্ভব নয়। এরপর আস্তে আস্তে আরও এই ধরনের মেশিন নিয়ে আসবে। তখন শ্রমিক সংখ্যা কমতে থাকবে। এই কারনে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। কোম্পানি নোটিশ দিয়ে মংগলবার সকাল থেকে এই জুটমিল বন্ধ করে দেয়। এব্যাপারে আইএনটিটিউসির সম্পাদক লালবাবু সিং জানান সব জায়গায় যে সিষ্টেম আছে সেই ভাবে চালাতে হবে। মিল গেটে শ্রমিকের ভিড়। রয়েছে পুলিশ।