এই মুহূর্তে জেলা

ওমিক্রন সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর সভায় ভয়াবহ জমায়েত।


সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- ওমিক্রন নিয়ে সতর্কতার মাঝেই হুগলী জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভায় ভয়াবহ জমায়েত। যা নিয়ে আতঙ্কে চুঁচুড়াবাসী। মঙ্গলবার রাজ্যের শাসক দলের এই শাখা সংগঠনের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনা, সারের দাম বৃদ্ধি সহ একাধিক জনবিরোধী নিতীর প্রতিবাদে চুঁচুড়া চলোর ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত এই সভায় যাওয়ার জন্য চুঁচুড়ার খাদিনামোড়ে জমায়েত হতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। দুপুর ১টার পর কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে মহামিছিলের আয়োজন করে। সেই মিছিলের অগ্রভাগেই ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, তৃণমূলের হুগলী জেলা সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী,

বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার তৃণমূল ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্যরা। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। অন্যান্য রাজনৈতিক দল কিংবা সংগঠন ঘড়ির মোড়ে সভা করলেও একদিন যানচলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবারের এই সভার জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় ঘড়ির মোড় চত্ত্বর। চারিদিকে শুধু জন সমাগম। মাস্ক পরে কোভিড বিধি মানা দূরঅস্ত, একজন আর একজনের ঘারে চেপে মঞ্চে প্রিয় নেতাকে দেখার জোর তৎপরতা চালায়। মঞ্চে এদিন প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্নেন্দু বসু। এদিন ভিড় দেখে সকল নেতৃত্বই খুশি প্রকাশ করেন। কিন্তু মঞ্চ থেকে সাধারন কর্মীদের কোভিড বিধি সম্পর্কে সতর্ক করার জন্য কেউ একটি বাক্যও খরচ করেনি। বিজেপির হুগলী সাংগঠনিক যুব মোর্চার সভাপতি বলেন তৃণমূলের অনুষ্ঠানে ছাড় আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে নেই। যদিও ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক চুঁচুড়ার আম আদমির বক্তব্য পুলিশ প্রশাসনের কোভিডবিধি শুধু সাধারন মানুষের জন্যই! কোন রাজনৈতিক দলের জন্য নয়!