হাওড়া, ২৭ ডিসেম্বর:- হাওড়া মর্গে জমে থাকা দাবিহীন শতাধিক দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। রবিবার রাতে হাওড়ার শিবপুর শ্মশানঘাটে ওইসব বেওয়ারিশ দেহ পোড়ানো হয় প্রশাসনের উদ্যোগে। নির্দিষ্ট সময় অন্তর এই কাজ করা হলেও এবারে প্রশাসনের এই কাজ হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়নি বলে অভিযোগ তোলেন সুভাষবাবু। সোমবার তিনি শিবপুর শ্মশানঘাটে যান।
এবিষয়ে খোঁজখবর নেন। তাঁর মতে এই ঘটনার জেরে দূষণ ছড়িয়েছে। বেওয়ারিশ দেহ সৎকারের বিষয়ে উচ্চ আদালতের যে নির্দেশ আছে, এক্ষেত্রে তা মানা হয়নি বলেও তাঁর অভিযোগ। উচ্চ আদালতেও বিষয়টি তিনি জানাতে চলেছেন।