এই মুহূর্তে কলকাতা

রাজ্য ও রাজ্যপালের সংঘাতের আবহে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৫ ডিসেম্বর:- রাজভবন ও বিধানসভা সংঘাতের আবহে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গেছে ওই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে উঠতে পারে রাজ্যপাল প্রসঙ্গ। হাওড়া ও বালি পুরসভার ভোট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদই এর মুখ্য কারণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। গত শুক্রবার হাইকোর্টের এডভোকেট জেনারেল বালিকে পৃথক করে হাওড়া সংশোধনী বিলটিতে রাজ্যপাল স্বাক্ষর করেছেন বলে জানিয়েছিলেন। এরপরই স্থির হয়েছিল আগামী ২৭এ ফেব্রুয়ারি বালি পুরসভার নির্বাচন হবে।

কিন্তু সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর জানিয়ে দেন হাওড়া বিলে রাজ্যপাল সই করেননি। রাজ্যপাল আজ টুইট করে ওই একই কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অধ্যক্ষের বৈঠক তাৎপর্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এদিকে বিধানসভার সূত্রে জানা গেছে ওই বৈঠকে থাকতে পারেন রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা। এদিকে শুধু হাওড়া সংশোধনী বিলটি নয় রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে গণপিটুনি বিলটি। উল্লেখ্য বিধানসভার অধ্যক্ষ সম্প্রতি রাজ্যপাল জাগদীপ ধানকার এর বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের কাছে চিঠি লিখেছেন বলে জানা গেছে। তার অভিযোগ রাজ্যপাল জনমানসে স্পিকারের পদমর্যাদা হেয় করছেন।