এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনেই আরামবাগের এস,ডি,এ চার্চে যীশুর প্রার্থনা।

মহেশ্বর চক্রবর্তী, ২৫ ডিসেম্বর:- প্রতি বছরের মতো এ বছরও আরামবাগের আজাদ পল্লীর এসডিএ চার্চে প্রভু যিশুর প্রার্থনা হয়ে গেলো ২৫ শে ডিসেম্বর। জানা গিয়েছে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রার্থনা অনুষ্ঠানে এলাকার মানুষ সামিল হন। মানব সেবাকে সামনে রেখে এই বছর বিশেষ প্রার্থনা অনুষ্ঠান হয়। করোনা পরিস্থিতিতে বিশ্বকে করোনা মুক্ত করতে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন তারা। প্রার্থনা সংগীতের মাধ্যমে চার্চে প্রার্থনা হয়। ২৫শে ডিসেম্বর সকাল থেকেই সাজো সাজো রব আরামবাগের আজাদ পল্লীর এসডিএ চার্চে।

ধর্মপ্রাণ খ্রিষ্টান ধর্মের মানুষ চার্চে প্রার্থনার জন্য আসতে শুরু করে। চার্চের ফার্দার মানস কুমার দাস চার্চে তাদের প্রভু যিশু খ্রীস্টের জন্মদিনকে সামনে রেখে প্রার্থনা করান। সকলে রীতি মেনে প্রার্থনা করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন। এই বিষয়ে আরামবাগ এসডিএ চার্চের ফাদার মানস কুমার দাস জানান, করোনা পরিস্থিতিতে রীতি মেনে প্রভু যিশুর জন্মদিন পালন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান এই বছর যতটা সম্ভব কম করা হচ্ছে। তবে শীতের মরসুমে মানব সেবাকে সামনে রেখে দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়ায় হয়। এদিন সকালে সদস্যরা নিয়ম মেনে চার্চে আসেন এবং প্রার্থনা করেন।