এই মুহূর্তে জেলা

নিশ্চিন্দা-কান্ডে দুই ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দিলো আদালত।


হাওড়া, ২৩ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দা আনন্দনগরের বাসিন্দা সাত বছরের নাবালক সহ দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় ধৃত পেশায় রাজমিস্ত্রি দুই যুবককে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ও ৩৬৫ ধারায় মামলা রুজু করে পুলিশ। এর পাশাপাশি উদ্ধার হওয়া দুই গৃহবধূকে গোপন জবানবন্দির জন্য বুধবার হাওড়া আদালতে নিয়ে আসা হয়। এদিন এই মামলা প্রসঙ্গে অভিযুক্তদের ( চন্দ্রশেখর ও শুভজিতের) পক্ষের আইনজীবী তারকনাথ বাগানি বলেন, প্রাথমিক স্তরে তদন্ত চলছে। সিজেএম কোর্টে এদিন জামিনের আবেদন বাতিল হয়েছে।

চন্দ্রশেখর রায় ও শুভজিত দাসের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, এদিন হাওড়া সিজিএম কোর্টের এপিপি তারাগতি ঘটক জানান, নিশ্চিন্দা থানার কেসে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩/৩৬৫ ধারায় অভিযুক্ত চন্দ্রশেখর এবং শুভজিতকে আদালতে তোলা হয়। এর পাশাপাশি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট কোর্টে উদ্ধার হওয়া দুই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়। থানার মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, সমস্ত কিছু খতিয়ে দেখে দুই অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ৬ জানুয়ারি এদের ফের কোর্টে তোলা হবে।