এই মুহূর্তে কলকাতা

বৃহস্পতিবার কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ পদ প্রার্থীদের নাম ঘোষণা।


কলকাতা, ২২ ডিসেম্বর:- নব নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বৈঠকের পর বৃহস্পতিবার কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ পদ প্রার্থীদের নাম ঘোষণা হবে। কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিজয়ী প্রার্থীদের মধ্যে থেকে নতুন মেয়র এবং মেয়র পারিষদদের নাম স্থির করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকার জন্য নবনির্বাচিত সমস্ত কাউন্সিলর ছাড়াও কলকাতার বিধায়ক ও সাংসদদেরও নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর প্রোটেম চেয়ারম্যান নির্বাচন হবে।

এরপর তিনি চেয়ারম্যান নির্বাচন করে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। ২৪ এবং ২৬ ডিসেম্বর দুদফায় নতুন কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করবেন। মাঝে বড়দিন উপলক্ষ্যে রাজ্যে ছুটি থাকবে। এরপরই কলকাতা পুরসভা সচিবালয়ের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হবে। তারপর মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এই নোটিফিকেশনের সাত দিনের মধ্যেই মেয়র নির্বাচন সম্পন্ন করতে হবে। সব শেষে আনুষ্ঠানিকভাবে মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন চেয়ারম্যান। সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই পুরোদস্তুর কাজ শুরু করবে কলকাতা পুরনিগমের নতুন পুরবোর্ড।