এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ব্রুসেলা সংক্রমণ বৃদ্ধিতে সংক্রমিতদের চিহ্নিত করে দ্রুত চিকিৎসার নির্দেশ।

কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্যে ব্রুসেলা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকদের জরুরি ভিত্তিতে সংক্রমিতদের চিহ্নিত করে তাদের দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষাগার-সহ যাবতীয় পরিকাঠামো তৈরি রাখার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্রুসেলা সংক্রমণ মোকাবিলা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা জেলাগুলিতে পাঠিয়েছে। জানা গিয়েছে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, রামপুরহাট, হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং বসিরহাটের স্বাস্থ্য আধিকারিকদের চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে ব্রুসেলোসিসের চিকিৎসা পরিকাঠামো তৈরি করার জন্য রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে,গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর প্রাণিসম্পদ বিকাশ দফতরের আওতায় রাজ্য জুড়ে গবাদি পশুদের ব্রুসেলা প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি ছিল।এর পরেই বহু প্রাণিবন্ধু-প্রাণিকর্মি-প্রাণিমিত্র ব্রুসেলা সংক্রমিত হন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে মূলত গবাদিপশুর দেহ থেকে ব্রুসেলা নামক এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে সংক্রমিত হয়। গবাদি পশুর দুধ না ফুটিয়ে খেলে, কিংবা তাদের মাংসে হাত দিলে বা পশুদের যত্ন নেওয়ার সময় মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন।