এই মুহূর্তে জেলা

কলকাতা পুর ভোটের ফলাফলের আঁচ এসে পরলো জেলায় জেলায়।

শান্তিপুর, ২১ ডিসেম্বর:- কলকাতার কর্পোরেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা অনুযায়ী এগিয়ে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে বিজয় উল্লাস তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার শান্তিপুর ফুলিয়া এবং শান্তিপুর পৌরসভার সামনে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে সবুজ আবিরের রঙে বিজয় উল্লাসে মেতে উঠলেন বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। সাথে ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক। দলীয় পতাকা সাথে নিয়ে বিজয় উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের।