এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনেই শুরু হলো ৩৫ তম হুগলী জেলা গ্রন্থমেলা।

সুদীপ দাস, ২০ ডিসেম্বর:- ৩৫তম হুগলী জেলা গ্রন্থমেলা শুরু হলো চন্দননগরে। চন্দননগর মেরীর মাঠে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তথা মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর। কোলকাতা সহ রাজ্যের নামীদামি প্রকাশনী সংস্থার মোট ৮২টি স্টল রয়েছে এই গ্রন্থ মেলায়। এছাড়া লিটল ম্যাগাজিনের জন্য আলাদা ১০টি স্টল এবং মাঠের একপাশে থাকছে ফুড স্টল। কোভিড বিধিকে মান্যতা দিতে প্রতিদিন মেলার সময় ও মেলার শেষে জীবানুমুক্তরনের পাশাপাশি রয়েছে বিশেষ স্বাস্থ্য টিমের ব্যাবস্থা। এই মেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ী।

পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি, চন্দননগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ, জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারন) নকুল চন্দ্র মাহাতো, চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, চন্দননগর পুরনিগমের কমিশনার স্বপন কুন্ডু, প্রাক্তন মহানাগরিক রাম চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রথমে প্রদীপ প্রজ্জ্বোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। এরপর ৩৫বার ঘন্টা বাজিয়ে মেলার উদ্বোধন হয়। মেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই থাকছে জেলা ও কোলকাতার স্বনামধন্য শিল্পীদের অনুষ্ঠান। প্রথম দিনই বহু বই প্রেমী মানুষ মেলায় হাজির হয়েছিলেন।