এই মুহূর্তে জেলা

রেলের বৈধ দোকান তোলার নোটিশ , বিক্ষোভ ব্যান্ডেলে।

সুদীপ দাস, ১৯ ডিসেম্বর:- ভারতীয় রেলের হাওড়া ডিভিশন শাখায় হাওড়া থেকে রামপুরহাট হাওড়া-তারকেশ্বর প্রভৃতি রুটের বিভিন্ন প্লাটফর্মে থাকা বৈধ দোকান তুলে নেওয়ার নোটিশ দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এদিন হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল স্টেশনের সামনে প্রতিবাদে সামিল হলেন দোকান মালিক সহ কর্মচারীরা। দোকান মালিকদের বক্তব্য স্বাধীনোত্তর ভারতবর্ষে সেইসমস্ত দোকান লীজে নিয়েছিলো তাঁরা। সেসময় থেকেই বার্ষিক ১০ শতাংশ হারে দোকান ভাড়া বেড়ে আসছে। কিন্তু অভিযোগ হঠাৎ করেই ৩৭ হাজার শতাংশের বেশী বার্ষিক ভাড়া চাইছে রেল। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিলো। সুপ্রিম কোর্ট গত মাসে দোকান তোলার নির্দেশে

স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টেকে কেসটি দেখার নির্দেশ দেয়। গত ১৪ তারিখ হাইকোর্ট স্থগিতাদেশের নির্দেশ জারি রেখে আগামি ২১ শে ডিসেম্বর শুনানির নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ তার আগেই গত ১৭ তারিখ ৪৮ ঘন্টার মধ্যে বৈধ দোকানগুলি তুলে নেওয়ার নির্দেশ দোকানে টাঙিয়ে দেয় বলে অভিযোগ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রেল কিভাবে তাঁদের তুলতে পারে! এই প্রশ্নকে সামনে রেখেই আজ তাঁরা ব্যান্ডেল স্টেশনের সামনে বিক্ষোভ দেখায়। দোকান মালিকদের বক্তব্য তাঁদের সাথে প্রায় ১ হাজার জনের রুজি রুটির ব্যাপার রয়েছে। রেল সূত্রে খবর নোটিশে অবৈধ দোকান তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তবে বৈধ দোকানদারদের বক্তব্য নোটিশে তাঁদের নাম ও লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে।