আরামবাগ,১৮ ডিসেম্বর:- প্রয়াত তৃনমুল নেতা তথা জননেতা স্বর্গীয় সেখ আকবর আলির স্মৃতি রক্ষার্থে এক দিবসীয় ৮ দলীয় দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা সৌহার্দ্য কাপ ২০২১ অনুষ্ঠিত হলো আরামবাগে। পরিচালনায় আরামবাগ সাংস্কৃতিক সংঘ। খেলাটি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগ ঈদগাহ জুবিলী পাক ময়দানে। এই খেলার শুভ সূচনা করেন হুগলি জেলার সভাধিপতি মেহেবুব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ পৌরসভার প্রক্তন উপ-পৌরপ্রধান রাজেশ চৌধুরী, আজহার আলীসহ অন্যান্য ব্যক্তিবগ। এই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রচুর সমাগম লক্ষ করা গেল। আরামবাগের আশেপাশে থেকেও প্রচুর মানুষ এই খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল। এই খেলার বিশেষ আকর্ষণ ছিল আরামবাগ শহরে এই প্রথম কোন বাইরের রাজ্য থেকে আসা দল আরামবাগে খেলায় অংশগ্রহণ করলো।
এদিন দিল্লি থেকে একটি ক্রিকেট দল এই সৌহার্দ্য কাপ টুর্নামেন্ট অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান বলেন, সারা দিন সারা রাতের এই যে অনুষ্ঠান ক্রিকেট প্রতিযোগিতা বরাবরের মতো আনন্দময়, আনন্দদায়ক ও তৃপ্তিদায়ক। সকলকে নিয়ে এবং ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করেছেন যে মহান মানুষটি সেই মহান মানুষটির নাম না করলে ভুল করব, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১১ সালের পর থেকে একটা উন্মাদনা তৈরি হয়েছে খেলাকে নিয়ে। যে খেলাটা ভুলে গিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বেশি করে প্রচলন করেছেন খেলাধুলার। অন্যদিকে আরামবাগের প্রাক্তন উপ-পৌর প্রধান রাজেশ চৌধুরী চৌধুরী জানান, বিগত তিন বছরের মতো এ বছরেও আমরা এই আরামবাগের জুবলি পার্ক ময়দানে আমাদের আরামবাগ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এক দিবসীয় টেনিস বলের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বহু মানুষ মাঠে এসেছে। ভালো লাগছে।