দক্ষিণ ২৪ পরগনার,১৮ ডিসেম্বর:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা সত্যেন দাস এ বছর পয়লা আগস্ট রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিলেন দুর্গম সিয়াচেন এর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। উষ্ণায়নের বার্তা দিযে দীর্ঘ সাড়ে চার মাসে ৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ বাড়ির পথে সত্যেন। ফেরার পথে তিনি এসেছিলেন শ্রীরামপুরের মাহেসে বাবা জগন্নাথ দর্শনে। তিনি জানালেন এর আগে তিনবার তিনি সিয়াচেনে গিয়েছিলেন। প্রতিবারই দূষণমুক্ত পৃথিবী এই বার্তা নিয়ে পথে বেরিয়ে পড়েছিলেন। আগের দু’বার তার সঙ্গী হয়েছিল তার শিশু কন্যা এবং স্ত্রী।
তিনি জানান ছোট থেকে তিনি পাহাড়কে ভালোবাসেন পরিবেশকে ভালোবাসেন এবং যেভাবে গ্লোবাল ওয়ার্মিং সারা বিশ্বের একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে তিনি বার্তা পৌঁছে দিতে চান মানুষের কাছে। সত্যেন বাবু বলেন যাবার পথে তিনি প্রায় পাঁচ হাজার খেজুর বীজ বিভিন্ন জায়গায় বপন করেছেন যাতে পরিবেশ রক্ষা পায়, সুন্দর পৃথিবী গড়ে ওঠে। তবে তার এই জার্নিতে তিনি প্রচুর মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন তার সঙ্গে সঙ্গে নানা ধরনের সমস্যার সম্মুখীনও হতে হয়েছে তাকে। এবারের তার এই অভিযানে খারদুংলা পাস এর কাছে এক রাতে প্রচন্ড স্নোফল এর ফলে তার তাঁবুতে প্রায় ছয় ইঞ্চি বরফ জমে গিয়েছিল। সেনাবাহিনীর লোকেরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ায় এ যাত্রায় তিনি প্রাণে বেঁচেছেন।
প্রকৃতিপ্রেমি পেশায় রিকশাচালক সত্যেন এর আগেও উড়িষ্যা এবং উত্তর ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে প্রকৃতি রক্ষার কথা মানুষকে বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে অভিযান এর জন্য তো একটা খরচ আছে সে খরচ আপনি যোগান কি করে। উত্তরে সে জানায় সাধারণ মানুষ যাবার পথে তাকে বিভিন্নভাবে সাহায্য করেন। এছাড়াও ২০১৭ সালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার এই অভিযানে আর্থিকভাবে সাহায্য করেছিলেন এবং সম্মান জানিয়েছিলেন তার জন্য তিনি কৃতজ্ঞ রাজ্য সরকার এবং মন্ত্রী অরূপ বাবুর কাছে। সত্যেনের এই পথ চলা কিন্তু থেমে থাকবে না। তার কথায় যতদিন বাঁচবো ততদিন এইভাবে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে যাব মানুষের মধ্যে। তাহলে সার্থক হবে তার জীবন।