এই মুহূর্তে জেলা

বিজেপির কৃষক আন্দোলনে সিঙ্গুরের মাটি অপবিত্র , গোবর-গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন বেচারামের !

সুদীপ দাস, ১৭ ডিসেম্বর:- কৃষকদের ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবীতে গত তিনদিন ধরে সিঙ্গুরে কৃষক আন্দোলনে সামিল হয়েছিলো ভারতীয় জনতা পার্টি। দলের শাখা সংগঠন রাজ্য কিষান মোর্চার ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ রাজ্যস্তরের বহু বিজেপু নেতা ও বিধায়করা। এখান থেকেই আগামী জানুয়ারী মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্যব্যাপী কৃষক আন্দোলনের ডাক দেয় বিজেপি। গতকাল বিকেলে তিনদিনের এই আন্দোলন শেষ হতেই আজ সকালে আন্দোলনস্থল শুদ্ধিকরণে নামেন সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির নেতা তথা স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী বেচারাম মান্না।

সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। এদিন সিঙ্গুরের কয়েকশো চাষীভাই ও মহিলাদের নিয়ে বিজেপির মঞ্চস্থলে রিতীমত গোবর ও গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধীকরন করা হয়। মহিলারা ঝাঁড়ু হাতে গোটা এলাকায় গোবর জল ছেটান। পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে ধর্মীয় রিতী মেনে এই শুদ্ধিকরণ কর্মসুচি চলে। পাশাপাশি অশুভ নজর এড়াতে ২১টি লেবু ও ২১টি লঙ্কা ঝুলিয়ে দেওয়া হয়। মন্ত্রী বেচারাম মান্না বলেন সিঙ্গুরে কৃষকহীন বিজেপির মেকি কৃষি আন্দোলন সম্পূর্ন লোকদেখানোর জন্য। এই আন্দোলনে সিঙ্গুরের কোন মানুষ ছিলো না। নন্দীগ্রাম থেকে লোক আনতে হয়েছে বিজেপিকে। একদিকে কেন্দ্রীয় সরকার কৃষক হত্যা করছে, অন্যদিকে সারের দাম বাড়াচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির এই আন্দোলন ভিত্তিহীন। বিজেপি সিঙ্গুরের মাটিকে অপবিত্র করে গেছে। আমরা তাই এই মাটিকে শুদ্ধ করছি। এখানে উপস্থিত মহিলাদের বক্তব্য আমরা বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করলাম।