সুদীপ দাস, ১৬ ডিসেম্বর:- কৃষি বাঁচাও, কিষান বাঁচাও এর লক্ষ্য নিয়ে বিজেপি কিষান মোর্চার ডাকে সিঙ্গুরে তিনদিনের কৃষক আন্দোলন সমাপ্ত হলো বৃহস্পতিবার। এদিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহদেব সরকার, রাজ্য নেতা সায়ন্তন বসু, দীপাঞ্জন গুহ সহ একাধিক বিজেপি বিধায়ক ও জেলা বিজেপির নেতৃত্বরা। শেষদিনের শুরুতেই বড় পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষন শোনানো হয় জনগনকে। এরপর একে একে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব। তবে এদিনও স্থানীয় নেতৃত্বদের সভাস্থলে দেখা মেলেনি।
শেষদিন সভাস্থল ভরাতে নন্দীগ্রাম থেকেও বাস এলো। এলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুকনো কলাপাতা, শুকনো ধান গাছ ফেলে কৃষকদের বসার জন্য একটি জায়গা করা হয়েছিলো ঠিকই কিন্তু সেখানে সর্বোপরি চার জনের বেশী কৃষকদের দেখা মিললো না। এদিনও বক্তব্যে বারংবার মুখ্যমন্ত্রীর দিকে তির ছুঁড়লেন বিজেপি নেতৃত্ব। বারংবার উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া, ত্রিপুরা যাত্রার কথা। শুভেন্দুবাবুর মুখেও শোনা গেলো সেই পুরনো ভাইপো-পিসী সম্ভাষন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদিন বিজেপির প্রায় সকল নেতৃত্বদের অভিযোগের তীর গিয়ে পরলো সংবাদমাধ্যমের উপর। সুকান্ত মজুমদার বললেন মুখ্যমন্ত্রী চটি ছাড়া সাংবাদমাধ্যম আর কিছুই দেখতে পারছে না।
শুভেন্দুবাবু বললেন সামান্য বিজ্ঞাপন পাওয়ার লোভে বিজেপির সিঙ্গুর আন্দোলন নিয়ে উল্টো কথা লিখছে সংবাদমাধ্যমের একাংশ। তবে দিল্লীর সিংভূম সীমান্তে কৃষকদের আন্দোলন এবং যার জেরে তিন কৃষি আইন বাতিল সে বিষয়ে নিয়ে বলার সাহস দেখালেন না কেউই। উল্টে কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে আগামী ১৯ তারিখ কোলকাতা পুরনিগম ভোটের দিন সকলকে সতর্ক থাকার আহ্বান জানালেন বিরোধী দলনেতা। যদি কোলকাতার ভোটে তৃণমূল দ্বারা কোন অশাম্তি হয় তাহলে দিকে দিকে রাস্তায় বসে পরে রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার আবেদন জানালেন শুভেন্দুবাবু। প্রথমদিন এখানে এসে কৃষকদের প্রয়োজনে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের কথা বললেও এদিন সেবিষয়ে কোন কথাই উঠলো না।
সবশেষে সুকান্তবাবু আগামী ৫ থেকে ১০ই জানুয়ারী পর্যন্ত রাজ্যব্যাপী কৃষক আন্দোলনের ডাক দিলেন। এদিন বিজেপি নেতৃত্ব কৃষকদের সাথে মাটিতে বসে খিচুরি খাওয়ার আয়োজন করে। তবে সেখানে কৃষক ছাড়া পাত পারতে দেখা গেলো অনুষ্ঠানে আসা লোকশিল্পী ও বিজেপি কর্মীদেরকে। এদিনও কিন্তু সিঙ্গুরের বেশীরভাগ চাষীভাইরা বললেন বিজেপির এই আন্দোলন ফ্লপ। অমিয় ধর নামের এক চাষীভাই বলেন বিজেপি এ রাজ্যে শেষ, এ কটা লোক নিয়ে সেটাই প্রমান করে গেলেন শুভেন্দুবাবু। আর সিঙ্গুর আন্দোলনের নেতা তথা মন্ত্রী বেচারাম মান্নাও বললেন কৃষকহীন বিজেপির এই কৃষি আন্দোলন।