এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার ধর্নার দ্বিতীয় দিন।সকাল থেকে মঞ্চে বিজেপি নেতৃত্ব উপস্থিত হতে শুরু করেন।

হুগলি, ১৫ ডিসেম্বর:- সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার ধর্নার দ্বিতীয় দিন।সকাল থেকে মঞ্চে বিজেপি নেতৃত্ব উপস্থিত হতে শুরু করেন। একে একে আসেন সায়ন্তন বসু, জয় প্রকাশ মজুমদার, কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী দানারা। মঞ্চে লোক থাকলেও বেলা বারোটা পর্যন্ত দর্শক শ্রোতার সংখ্যা ছিল হাতে গোনা। কৃষক বাঁচাও কৃষি বাঁচাও কর্মসূচী নিয়ে গতকাল থেকে সিঙ্গুরে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে বিজেপি ধর্না শুরু করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ রাজ্যের প্রথম সারির নেতারা উপস্থিত হন। মিছিল করেন।সভাও হয়। কিন্তু প্রথম দিন সেরকম লোক হয়নি সভায়।বিজেপি নেতৃত্বের দাবী প্রথম দিন ধর্না কর্মসূচি নিয়ে অনিশ্চিয়তা তৈরী হয়েছিল।পুলিশের অনুমতি দেওয়া নিয়ে।

অনেক পরে সেই জট কাটে তাই কর্মিদের উপস্থিতি কম ছিল। আজ সকাল থেকে একটি বড় মঞ্চ তৈরীর কাজ শুরু হয়। তিন দিনের কর্মসূচিতে বিজেপি বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার কথা। গতকাল বিকালে ধর্না সভা শেষ হবার পর অস্থায়ী ধর্না মঞ্চে বিজেপির কয়েকজন কর্মি রাত্রি যাপন করেন। আজ সকাল নটা থেকে আবার শুরু হয় ধর্না। দিল্লীতে কৃষক আন্দোলনের জেরে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই ইসুতে কৃষক বিরোধী তকমা লেগেছে বিজেপির গায়ে।সিঙ্গুরের কৃষক আন্দোলন এরাজ্যে পালা বদল ঘটিয়েছিল। তাই কৃষকদের পাশে দাঁড়িয়ে নিজেদের কৃষক দরদি দেখাতে বিজেপি মরিয়া। তাই সিঙ্গুরের জমিতে এই আন্দোলন কর্মসূচি মনে করছে রাজনৈতিক মহল।যেখানে উপস্থিত থাকছেন বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্ব।পুরসভা ভোটের আগে হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে সিঙ্গুরকেই বেছে নিয়েছে বিজেপি।