এই মুহূর্তে কলকাতা

এবার প্রেসিডেন্সি সংশোধনাগারকেও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ১৪ ডিসেম্বর:- আলিপুরের মতো এবার প্রেসিডেন্সি সংশোধনাগার ও শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আলিপুর সেন্ট্রাল জেল ইতিমধ্যেই আলিপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুরে। একইভাবে প্রেসিডেন্সি জেলও সেখানেই সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।পাশাপাশি আলিপুরের মহিলা সংশোধনগারও সরানোর কথা ভাবা হচ্ছে। নবান্ন সূত্রের খবর ওই তিন সংশোধনাগার ও তার সংলগ্ন বিপুল জমিতে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় একটি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। সেন্ট্রাল জেল চত্বরে এখানে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীদের জীবনগাথা নিয়ে সংগ্রহশালা তৈরি করা হবে। এই মিউজিয়ামকে কেন্দ্র করে আলিপুর জেল, প্রেসিডেন্সি জেল, মহিলা সংশোধনাগার এবং বিজি প্রেস পুর এলাকা মিলিয়ে স্মার্ট সিটি তৈরি করা হবে।

এই স্মার্ট সিটি তৈরির ব্যাপারে হিডকোর সঙ্গে নগরোন্নয়ন দফতরের কথাবার্তা পাকা হয়ে গিয়েছে বলে খবর। কারা দফতর সুত্রে জানা গিয়েছে প্রেসিডেন্সি, আলিপুর জেল, বিজি প্রেস ও মহিলা সংশোধনাগার মিলিয়ে প্রায় দেড়শো একর জমি রয়েছে। এই পুর জমি নিয়েই উপনগরি গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। এই স্মার্ট সিটি গড়ে উঠলে শহরের প্রাণকেন্দ্রে আরও বহু মানুষের বসবাসের ব্যবস্থা যেমন হবে তেমনই রাস্তা, জল সরবরাহ, নিকাশি ব্যবস্থারও সামগ্রিক মানোন্নয়ন হবে। প্রেসিডেন্সি জেলও যদি আলিপুরের মতো বারুইপুরে চলে যায়, সেক্ষেত্রে কয়েদিদের আদালতে তোলায় কিছু সমস্যা হতে পারে। তাই আপৎকালীন ব্যবস্থার জন্য কলকাতায় একটি জায়গা চিহ্নিত করা হচ্ছে। সেখানে ছোটখাটো একটি কারাগার তৈরি হবে। কয়েদিদের আদালতে তোলার আগে রাখা হবে সেখানেই। সেখান থেকে আদালতে পেশ করে তারপর বারুইপুরের জেলে ফেরত পাঠানো হবে।