খানাকুল, ১৪ ডিসেম্বর:- আগামী ১২ই জানুয়ারী থেকে শুরু হতে চলেছে ভারতপথিক রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত রামমোহন মেলা। মঙ্গলবার মেলা শুরুর কথা জানিয়ে দিলেন হুগলি জেলা পরিষদ সভাধিপতি মেহেবুব রহমান। এদিন মেলা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় খানাকুল ১ পঞ্চায়েত সমিতির অফিসে। উপস্থিত ছিলেন খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, সহ সভাপতি নইমুল হক, তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায়, জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ অনান্যরা। বৈঠকে দীর্ঘ আলোচনার শেষে মেলা হবে তা জানিয়ে দেন জেলাপরিষদ সভাধিপতি।
অনান্যবারের মতো এবারেও রামমোহন মেলাকে ঘিরে বিভিন্ন চমক থাকবে বলে দাবী মেলা কর্তৃপক্ষের। যদিও বৈঠকে খানাকুল ও পুরশুড়া বিধায়করা ডাক না পাওয়ায় রামমোহন মেলার পুরোনো রীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। তাদের মতে, রীতি অনুযায়ী রামমোহন মেলা কমিটির সম্পাদক ও সহ সম্পাদকের দ্বায়িত্ব প্রতিবারেই পদাধিকার পান স্থানীয় বিধায়করা। কিন্তু স্থানীয় বিধায়ক বিজেপি দল থেকে হওয়ায় তাদের বৈঠকে রাখা হয়নি বলে অভিযোগ।রামমোহন রায়ের জন্মস্থানে তার নামাঙ্কিত মেলাতেও রাজনীতি করছে শাসক দল বলে দাবী তুলেছে বিজেপি।