এই মুহূর্তে জেলা

এবার স্কুল ছুটদের বাড়ি ফেরাতে উদ্যোগ স্কুলের শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কর্মাধ্যক্ষ্যের।


মহেশ্বর চক্রবর্তী, ১৩ ডিসেম্বর:- রাজ্যে স্কুল খুললেও দেখা যাচ্ছে স্কুলগুলিতে ছাত্র ছাত্রীর সংখ্যা একেবারেই কম। সারা রাজ্য জুড়েই এই দৃশ্য দেখা যাচ্ছে। বিশেষ করে পিছিয়ে পরা শ্রেণির মানুষ বাঁচার তাগিদে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদেরও কাজে পাঠিয়ে দিয়েছেন। এই সসম্ত স্কুল ছুটদের পুনরায় স্কুলে আনতে সচেষ্ট হলেন স্কুল শিক্ষক ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলি জেলার আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর ব্লকের পার্বতীচক গ্রামে। সোমবার হুগলির আরামবাগ ব্লকের সালেপুর ১ নম্বর অঞ্চলের রামনগর অবিনাশ হাই স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা সহ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক্ষ্য

দীপক মাঝি আদিবাসী ও তপশিলি ও অধ্যূষিত জায়গাগুলি ঘোরেন এবং ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে উদ্যোগী হন। এই অঞ্চলের মোবারকপুর, পার্বতী চক, গির্জাতলা সহ বেশ কিছু আদিবাসী এলাকায় গিয়ে শিক্ষক শিক্ষিকারা জানতে পারেন যে, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় স্কুল বন্ধ থাকার কারণে অনেক ছাত্র ছাত্রী পড়া ছেড়ে দিয়েছে। অথবা বাইরে কাজে চলে গেছে। অনেকে আবার চাষের কাজ করছে। এদিন ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মাধ্যক্ষ নিজে স্কুল যাবার জন্য তাদেরকে বুঝিয়ে বলেন। এরপর ছাত্র ছাত্রীরাও স্কুল যাবার কথা শিক্ষকদের জানায়।