সুদীপ দাস, ১১ ডিসেম্বর:- প্রশাসনিক বৈঠকে অফিসারদের বসিয়ে পাঠশালা চালাচ্ছেন, আর প্রধানমন্ত্রীকে গালাগাল করছেন! শনিবার হুগলীর তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্ব-ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৩তারিখ উত্তরপ্রদেশের ঐতিহাসিক কাশী মন্দিরের সংস্কার উপলক্ষ্যে “দিব্য কাশী, ভব্য কাশী” প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসুচীকে দেশবাসীর কাছে পৌঁছে দিতে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পুজোপাঠ ও স্বচ্ছতা কর্মসুচি শুরু হলো শনিবার থেকে। চলবে আগামী ১৩তারিখ পর্যন্ত। এই উপলক্ষ্যেই এদিন তারকেশ্বর মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে গেলেন দিলীপবাবু। সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ।
এদিন দিলীপ ঘোষ বলেন প্রধানমন্ত্রীর “দিব্য কাশী, ভব্য কাশী” কর্মসুচিকে সামনে রেখে গোটা দেশে একটা সংস্কৃতি ও আধ্যাত্মিকতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজ এবং আগামী দু’দিন দেশজুড়ে এই কর্মসুচিই চলবে। অন্যদিকে বর্ধমানের পুরপ্রশাসককে সিবিআই গ্রেফতার প্রসঙ্গে দিলীপবাবু বলেন সারা রাজ্যজুড়ে চিটফান্ড কান্ডে সাধারন মানুষ ৮০হাজার কোটি টাকা হারিয়েছেন। এখনও কেউ টাকা ফেরত পেলোনা। অন্যদিকে রাজ্য সরকার ও রাজ্যপালের ঠান্ডা সংঘাত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে রাজ্যপালকে সমালোচনার বিষয়টা আমরা আগেই তুলেছিলাম। এখন রাজ্যপাল বলছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে অফিসারদের বসিয়ে পাঠশালা চালাচ্ছেন, আর প্রধানমন্ত্রীকে গালাগাল করছেন। এটা কখনই উচিত নয়। আসলে পশ্চিমবঙ্গে সরকারি জায়গায় রাজনীতি আর রাজনীতির জায়গায় সরকারী কাজ হচ্ছে। এধরনের একটা খিচুরি তৈরী হয়েছে। আর মানুষ হাহাকার করছে।