এই মুহূর্তে কলকাতা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে আন্তর্জাতিক স্তরের সম্মেলনের রূপ দিতে বদ্ধপরিকর সরকার।

কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী বছর এপ্রিলে রাজ্যের প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক স্তরের সম্মেলনের রূপ দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সে কারণে বিশ্বের সেরা শিল্প সংস্থাগুলিকে এই সম্মেলনের মঞ্চে হাজির করার জন্য তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের তরফে। সেই লক্ষ্যেই শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ অমিত মিত্র নবান্ন সভাঘর থেকে ইতালি, স্পেন,ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ডস এর মত বিশ্বের ২৫টি দেশের কনসাল জেনারেলদের সঙ্গে এক ভার্চূয়াল বৈঠক করেন। সেখানে অমিত মিত্র রাজ্যের বর্তমান শিল্পনীতির বিষয়টি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, কারিগরী,তথ্যপ্রযুক্তি, বৃত্তিমূলক প্রশিক্ষন, ডেয়ারি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের উপরে জোর দেন। সংশ্লিষ্ট কনসাল জেনারেলরা বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের সাফলা কামনা করে তারা অংশ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। দুবছরের বিরতির পর আগামী ২০ এপ্রিল থেকে রাজ্যে দুই দিনের ষষ্ঠ বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের আসর বসছে।